বিরল রোগে আক্রান্ত সালমান খান, নিজেই জানালেন বিয়ে না করার কারণ

বলিউডের ভাইজান সালমান খান এক জটিল ও বিরল অসুখে আক্রান্ত—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়ে নিজেই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়ালেন। জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি নার্ভ ও মস্তিষ্কজনিত একাধিক রোগে ভুগছেন, যা মারাত্মক জটিল এবং প্রাণঘাতীও হতে পারে।

সম্প্রতি কপিল শর্মা শো-তে বিশেষ অতিথি হিসেবে হাজির হন ষাট বছর বয়সী এই সুপারস্টার। সেখানে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার ঘিরে নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।

একপর্যায়ে উপস্থাপক যখন বিয়ে নিয়ে প্রশ্ন তোলেন, সালমান খান বলেন, “বিয়ে কিংবা ডিভোর্স—দুটোর জন্যই মানসিকভাবে খুব শক্ত হতে হয়। দুটোই জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এমন সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া যায় না।”

এ সময়ই নিজের শরীরের জটিল রোগের কথা প্রথমবারের মতো সরাসরি জানান সালমান। বলেন, “আমি প্রতিদিন একরকম যুদ্ধে লিপ্ত থাকি। চেষ্টা করি স্বাভাবিক থাকতে, কিন্তু সহজ নয়। AV Malformation, Trigeminal Neuralgia আর Aneurysm—এই তিনটি কঠিন রোগ নিয়ে কাজ করে যাওয়া সহজ কথা নয়। মাঝে মাঝে মনে হয় শরীরের প্রতিটি হাড় ভেঙে যাচ্ছে। ব্যথা এতটাই ভয়াবহ। এই অবস্থায় বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।”

বিশেষজ্ঞদের মতে, সালমানের এই রোগগুলোর প্রতিটিই গুরুতর। ট্রাইজেমিনাল নিউরালজিয়া এক ধরনের স্নায়ুবিক সমস্যা, যা মুখমণ্ডলে তীব্র যন্ত্রণা সৃষ্টি করে এবং অনেক সময় তা অসহ্য পর্যায়ে পৌঁছে যায়। এদিকে AV Malformation রক্তনালির গঠনগত সমস্যার কারণে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত করে, যার ফল ভয়াবহ হতে পারে।

এইসব শারীরিক জটিলতার মাঝেও সালমান খানের জীবনযুদ্ধ এবং তার প্রতি ভক্তদের ভালোবাসা এক অন্যরকম অনুপ্রেরণা হয়ে থাকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *