তাহসানের আবার বিয়ের দরকার ছিল না — মন্দিরার মজার অভিমান
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। ক্যারিয়ারের শুরুতেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সংগীতশিল্পী তাহসান খান তার ছোটবেলার ক্রাশ। তাহসানের গান শুনে বড় হওয়া এই অভিনেত্রী বরাবরই তার ভক্ত।
তবে চলতি বছরের শুরুতে তাহসান দ্বিতীয়বারের মতো বিয়ে করার পর মন্দিরা যেন খানিকটা কষ্টই পেয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ নিয়ে মজার সুরে মন্তব্য করে বসেন তিনি, “তাহসান কেন বিয়ে করল? দরকার তো ছিল না!”
রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন তাহসান। এরপর এ বছর শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করেন তিনি। বর্তমানে স্ত্রীকে নিয়ে সুখেই সংসার করছেন এই গায়ক ও অভিনেতা।
ঈদে মুক্তিপ্রাপ্ত মন্দিরার নতুন সিনেমা ‘নীলচক্র’ ঘিরে দেওয়া এক সাক্ষাৎকারে তাহসান প্রসঙ্গে প্রশ্ন করলে অভিনেত্রী প্রথমে চমক ভাঙানো ভঙ্গিতে বলেন, “কে যেন? ওহ, তাহসান!” উপস্থাপক অবাক হয়ে জানতে চান, “তুমি তাহসানকে ভুলে গেছো?”
মুচকি হেসে মন্দিরা বলেন, “হ্যাঁ, ওর তো বিয়ে হয়ে গেছে। তাই ভুলে গেছি। কী দরকার ছিল বিয়ে করার? তাহসান কেন করল, দরকার তো ছিল না!” — এমন মন্তব্যে তার অভিমান ফুটে ওঠে।
তবে পরে ব্যাখ্যা দিয়ে বলেন, “একজন ভক্ত হিসেবে অভিমান থেকেই বলছি। আমি সারাজীবন তাহসানের গানের ভক্ত থাকব। ধরুন, আমি এখন অভিনেত্রী নই, মিডিয়াতে নেই—একজন সাধারণ শ্রোতা হিসেবে বলছি, আমার কষ্ট লাগে। কেন ও বিয়ে করল, সত্যি বলতে দরকার ছিল না!”
উল্লেখ্য, ২০১২ সালে ‘সেরা নাচিয়ে’ রিয়েলিটি শো-তে রানার-আপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন মন্দিরা চক্রবর্তী। ছোট পর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর ২০২৪ সালে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।