বাংলাদেশের আর্থিক খাতে বড় ধরনের ধাক্কা আসছে। দেশের ৩৫টি নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের (এনবিএফআই) মধ্যে ৯টি প্রতিষ্ঠানকে লিকুইডেশনের (দেউলিয়া ঘোষণা করে কার্যক্রম বন্ধ) পথে নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দেশের ইতিহাসে এই প্রথম এতগুলো প্রতিষ্ঠানের একসাথে পতনের প্রক্রিয়া শুরু হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এসব প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ও অনিয়ম চরমে পৌঁছেছে। খাতটির মোট খেলাপি ঋণের অর্ধেকেরও বেশি বহন করছে এই ৯টি প্রতিষ্ঠান।

যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হচ্ছে

  • ফাস ফাইন্যান্স

  • বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)

  • প্রিমিয়ার লিজিং

  • ফেয়ারইস্ট ফাইন্যান্স

  • জিএসপি ফাইন্যান্স

  • প্রাইম ফাইন্যান্স

  • অ্যাভিভা ফাইন্যান্স

  • পিপলস লিজিং

  • ইন্টারন্যাশনাল লিজিং

কেন এই সিদ্ধান্ত?

বাংলাদেশ ব্যাংক জানায়, খেলাপি ঋণ, সম্পদের ঘাটতি এবং ব্যবস্থাপনায় অস্থিরতার কারণে এসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব হয়নি। সরকারের নীতিগত অনুমোদন নিয়ে আগামী মাস থেকে লিকুইডেশন প্রক্রিয়া শুরু হতে পারে।

আমানতকারীদের জন্য বার্তা

কেন্দ্রীয় ব্যাংক আশ্বাস দিয়েছে—প্রথম অগ্রাধিকার হবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া। তবে তা নির্ভর করবে প্রতিষ্ঠানগুলোর অবশিষ্ট সম্পদ ও আদালতের প্রক্রিয়ার ওপর। এজন্য একজন বা একাধিক লিকুইডেটর নিয়োগ করা হবে।

আরও প্রতিষ্ঠান ঝুঁকিতে

এই ৯টির বাইরেও অন্তত ২০টি এনবিএফআইকে ‘রেড ক্যাটাগরিতে’ রাখা হয়েছে। তাদের ভবিষ্যতও অনিশ্চিত বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অর্থনীতিবিদরা বলছেন, এতগুলো প্রতিষ্ঠানের পতন জনআস্থায় ধাক্কা দিলেও দীর্ঘদিনের অনিয়ম সরাতে এটি একটি ক্লিন-আপ প্রক্রিয়া হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *