বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের আলোচিত মুখ শাকিব খান সম্প্রতি নিউইয়র্ক শহরের এক শান্ত পরিবেশে ছেলে শেহজাদ খান বীর এবং তার মা শবনম বুবলীর সঙ্গে সময় কাটাতে দেখা গেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে রুজভেলট আইল্যান্ডের একটি পার্কে তিনজনকে একসঙ্গে দেখা যায় যা মুহূর্তেই সাড়া ফেলে দেয় নেট দুনিয়ায়।

বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল যে, বুবলী যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। অনেকেই ধারণা করেছিলেন, বিষয়টি শাকিব খানের ব্যক্তিগত অনুরোধেই ঘটছে। যদিও সে সময় এই সফরের তারিখ কিংবা পরিকল্পনা নিয়ে কোনো স্পষ্ট তথ্য ছিল না। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে বুবলী নিজেই ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন।

ছবিগুলোতে দেখা গেছে, বাবা-মা দুজনেই সন্তানের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত যা দেখে নেটিজেনদের একাংশ বলছেন, শাকিব ও বুবলীর সম্পর্ক হয়তো নতুন করে ঘুরে দাঁড়াতে চলেছে। যদিও আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি, তবে দৃশ্যপটে দেখা মুহূর্তগুলো কিছু প্রশ্ন তুলতে বাধ্য করেছে ব্যক্তিগত জীবনে কি নতুন মোড় নিচ্ছেন এই তারকা জুটি?

এই পারিবারিক পুনর্মিলন নিয়ে মত দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তার ভাষ্য অনুযায়ী, শাকিব খান আজ এমন এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন, যেখানে দুই সন্তান ও তাদের মায়েদের মাঝে ভারসাম্য রক্ষা করাই তার মূল চ্যালেঞ্জ। জয় বলেন, “একজন মানুষ সাধারণত এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না, সেখানে শাকিব খান দুই নারীর জীবনেই সমতা আনার চেষ্টা করছেন। এ চেষ্টাই তাকে জটিল বাস্তবতায় ফেলেছে।”

তবে এখানেই শেষ নয় অনেক ভক্ত মনে করেন, শাকিবের প্রতিটি পদক্ষেপই সন্তানের স্বার্থে। তিনি হয়তো ব্যক্তি জীবনে অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, কিন্তু বাবা হিসেবে তার দায়িত্ববোধ প্রশ্নাতীত। সন্তানদের মানসিক বিকাশের জায়গায় কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতেই তিনি বুবলী ও অপু বিশ্বাস দুই প্রাক্তনের সঙ্গেই সীমিত সৌজন্যমূলক সম্পর্ক বজায় রেখেছেন।

যদিও এই মুহূর্তগুলো মিডিয়ার জন্য রসদ হয়ে উঠেছে, তবে ব্যক্তিগত পরিসরে বিষয়টি নিছক একজন বাবার চেষ্টা হিসেবেই দেখা উচিত যিনি সন্তানদের সুস্থ মানসিকতায় বড় করে তুলতে চান, জনপ্রিয়তার আড়ালে এক দায়িত্বশীল পিতার পরিচয়ে।

সূত্র: দৈনিক টার্গেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *