চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম আজ ৩০ জুলাই ২০২৫, মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। এবারের ভর্তি কার্যক্রম মোট তিনটি ধাপে সম্পন্ন করা হবে, এবং পূর্বের মতো এবারও কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।

শুধুমাত্র এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদনপত্র জমা দেওয়া, ফি পরিশোধসহ সবকিছুই অনলাইনে করতে হবে।

আবেদন ফি কিভাবে পরিশোধ করবেন?

আবেদনের প্রথম ধাপ হলো নির্ধারিত ফি জমা দেওয়া। শিক্ষার্থীরা বিকাশ অ্যাপের ‘Education Fee’ অপশন ব্যবহার করে সহজেই ফি পরিশোধ করতে পারবেন।

প্রক্রিয়াটি হলো

বিকাশ অ্যাপে গিয়ে ‘Education Fee’ নির্বাচন করুন

এরপর ‘XI Class Admission’ অপশন বেছে নিন

রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মোবাইল নম্বর দিয়ে পরবর্তী ধাপে যান

সেখানে আপনার পিন নম্বর দিয়ে পেমেন্ট নিশ্চিত করুন

এই প্রক্রিয়ায় শিক্ষার্থীকে আলাদা করে ফি নির্ধারণ করতে হবে না; সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত পরিমাণ কেটে নেবে।

কীভাবে আবেদন করবেন?

১. প্রথমে ভর্তির জন্য নির্ধারিত সরকারি ওয়েবসাইট xiclassadmission.gov.bd এ প্রবেশ করতে হবে।

২. সাইটে গিয়ে ‘Login’ অপশন থেকে ‘Sign Up’ বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।

৩. এসএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সন ও মোবাইল নম্বর প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

৪. রেজিস্ট্রেশন শেষ হলে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীর মোবাইলে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।

৫. এই তথ্য ব্যবহার করে লগইন করে পছন্দের কলেজ সার্চ করে আবেদন জমা দেওয়া যাবে।

পছন্দ অনুযায়ী কলেজ বেছে নেওয়ার সুযোগ

একজন শিক্ষার্থী একাধিক কলেজে আবেদন করতে পারবেন। তবে মেধা, কোটা ও পছন্দের ভিত্তিতে একটি কলেজেই নির্বাচিত হবেন। নির্বাচিত কলেজেই তাকে ভর্তি হতে হবে।

বিশেষ ক্ষেত্রে, যেমন বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের সন্তান, বিকেএসপি’র শিক্ষার্থী অথবা শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা সরাসরি বোর্ডে প্রয়োজনীয় কাগজপত্রসহ ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড যাচাই-বাছাই শেষে তাদের ভর্তি সংক্রান্ত সিদ্ধান্ত জানাবে।

সূত্র: দৈনিক টার্গেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *