গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার। দিনটি স্মরণীয় করে রাখতে এবার থেকে ‘গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
রোববার (২৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে।

বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণীয় করে দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। সে সময় আবু সাঈদের মৃত্যুই দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলনকে তীব্র করে তোলে এবং শেখ হাসিনার পতনের দাবিকে আরও শক্তিশালী করে তোলে।
তবে ৮ আগস্ট পালনযোগ্য ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইয়ের ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘিরে মন্ত্রিপরিষদ বিভাগের আগে জারি করা পরিপত্র বাতিল করা হয়েছে। এর ফলে ৮ আগস্ট আর কোনো কর্মসূচি পালিত হবে না—এমনটিও জানানো হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে।
প্রসঙ্গত, গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই পরিপত্রে দিবসদুটিকে ‘খ’ শ্রেণির জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে যথাযথ মর্যাদায় পালন করার অনুরোধ জানানো হয়। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই ঘোষণা বাতিল করা হয়েছে।
তথ্যসূত্র: দৈনিক সকালের সময়