‘সেক্স এডুকেশন’ দিয়ে নজর কাড়লেও ‘ব্রিজারটন’ দিয়েই তারকাখ্যাতি পান সিমোন অ্যাশলে। এবার আলোচনায় তিনি নতুন এক সিনেমা ‘এফ-ওয়ান’ ঘিরে—যেখানে শেষমেশ থাকলেনই না!

শুরুর দিকে বেশ কিছু সিনেমা ও টিভি সিরিজে কাজ করলেও সেভাবে আলোচনায় আসতে পারেননি সিমোন অ্যাশলে। তবে নেটফ্লিক্সের ‘সেক্স এডুকেশন’ তাকে প্রথম পরিচিতি দেয়। এরপর ‘ব্রিজারটন’-এর দ্বিতীয় মৌসুমে অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের পছন্দের তারকাদের একজন।

তবে এবার তার নাম উঠে এসেছে ‘এফ-ওয়ান’ সিনেমা ঘিরে, কিন্তু মজার বিষয়—এই সিনেমায় তাকে দেখা যাবে না। যদিও তিনি সিনেমাটির প্রাথমিক পর্যায়ে যুক্ত ছিলেন এবং অভিনয়ও করেছিলেন, তবে চূড়ান্ত সম্পাদনার পর তার অংশ বাদ পড়ে যায়। এ নিয়ে যদিও তাঁর মধ্যে কোনো অভিমান নেই।

সিনেমাটি ২৩ মে লন্ডনে প্রিমিয়ার হলে সংবাদমাধ্যমের ফোকাসে ছিলেন তিনিই। কারণ, আগেই জানা গিয়েছিল সিনেমার চূড়ান্ত সংস্করণে তিনি থাকছেন না।

পরিচালক জোসেফ কসিনস্কি এক সাক্ষাৎকারে বলেন, “প্রতিটি সিনেমায়ই কিছু অংশ অতিরিক্তভাবে শুট করা হয়, যা পরে বাদ যায়। এ ছবিতেও কয়েকটি সাব-প্লট কেটে ফেলতে হয়েছে।” তবে তিনি সিমোনের প্রশংসা করে বলেন, “সে অসাধারণ এক প্রতিভা। ভবিষ্যতে অবশ্যই তার সঙ্গে আবার কাজ করতে চাই।”

সিমোনও বিষয়টি ইতিবাচকভাবেই নিয়েছেন। ইনস্টাগ্রামে ২৪ জুন দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এই সিনেমার সঙ্গে যুক্ত থাকা আমার জন্য সৌভাগ্যের বিষয়। প্রিমিয়ারে কলাকুশলীদের সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে। রেড কার্পেটে ও পর্দায় সবার পারফরম্যান্স দেখে গর্ব অনুভব করেছি।”

এর আগে এল সাময়িকীর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “এই সিনেমার অংশ হতে পেরে কৃতজ্ঞ। অনেক গ্রাঁ প্রি রেসে অংশ নেওয়ার অভিজ্ঞতা হয়েছে। ভবিষ্যতে আবার এমন কিছু করব কি না, সন্দেহ।”

রেসিং ভিত্তিক এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে সিমোন বলেন, “এটা অনেকটা থিয়েটারের মঞ্চে থাকার মতো। সবকিছু এত দ্রুত, এত জোরে ঘটে যায় যে অনেক সময় বুঝে উঠার সুযোগ থাকে না। একে ‘খ্যাপাটে অভিজ্ঞতা’ বললেও কম বলা হয়।”

ইংল্যান্ডের সারেতে জন্ম নেওয়া সিমোন অ্যাশলের মা-বাবা ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। পড়েছেন রেডরুফস থিয়েটার স্কুলে এবং পরে আর্টস এডুকেশনাল স্কুল, ওয়েস্ট লন্ডনে। সামনে বেশ কিছু সিনেমা ও সিরিজে তাকে দেখা যাবে—এটাই ভক্তদের জন্য সবচেয়ে বড় অপেক্ষার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *