সোশ্যাল বিজনেস বদলে দিতে পারে পুরো বিশ্বকে: ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মনে করেন, সামাজিক ব্যবসা (সোশ্যাল বিজনেস) কেবল বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য এক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম।
তিনি বলেন, “সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সামাজিক ব্যবসাই সবচেয়ে কার্যকর পথ। এই মডেল অনুসরণ করেই স্বাস্থ্য খাতে বিদ্যমান সংকটগুলো সফলভাবে মোকাবেলা করা সম্ভব।”
আজ শুক্রবার, সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে আয়োজিত ‘সোশ্যাল বিজনেস ডে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য—‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা’।
বৈশ্বিক অংশগ্রহণ
এবারের আয়োজনটি ছিল আন্তর্জাতিক পরিসরে। বিশ্বের ৩৮টি দেশ থেকে ১ হাজার ৪০০-এরও বেশি প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন দেশের বিশেষ অতিথিরা।
ড. ইউনূস আরও বলেন, “সামাজিক ব্যবসা হলো এমন এক উদ্যোগ, যেখানে মুনাফার চেয়ে মানবিক কল্যাণকে গুরুত্ব দেওয়া হয়। এটি স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন খাতে টেকসই সমাধান দিতে সক্ষম।”