জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফটক
দ্বিতীয় দিনের মতো যুদ্ধবিরতি কার্যকর, ইসরায়েলে মার্কিন দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম শুরু
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সকল বিধিনিষেধ তুলে নিয়েছে এবং পূর্বের মতো স্বাভাবিক কনস্যুলার কার্যক্রম চালু করেছে। বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, মার্কিন কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের ‘নিরাপদ আশ্রয়ে থাকার’ নির্দেশনা বাতিল করা হয়েছে। পূর্বনির্ধারিত কনস্যুলার অ্যাপয়েন্টমেন্টগুলোও পুনরায় আগের সময়সূচিতে পরিচালিত হবে। একইসঙ্গে, আগামী ৩০ জুন থেকে জেরুজালেম ও তেল আবিবে ভিসা কার্যক্রম চালু হবে।
কাতারে ক্ষেপণাস্ত্র হামলার জন্য দুঃখ প্রকাশ করলেন ইরান প্রেসিডেন্ট

ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও কাতারের আমির তামিম বিন হামাদ
সম্প্রতি কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
কাতারের আমিরের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার দুই দেশের নেতাদের মধ্যে টেলিফোনে কথা হয়। ইরানের প্রেসিডেন্ট এ সময় স্পষ্ট করেন, কাতারকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি। বরং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ছিল হামলার উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং এই সম্পর্ক সার্বভৌমত্ব ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে তোলা হবে।
স্মরণযোগ্য, সোমবার ইরান আল উদেইদ ঘাঁটিতে ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে কাতারের প্রতিরক্ষা বাহিনী ১৮টি নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।
ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে তিনজনের ফাঁসি
যুদ্ধবিরতির দ্বিতীয় দিনেই ইরান তিন ব্যক্তিকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফাঁসি দিয়েছে। ইরানের বিচার বিভাগ জানায়, এই তিন ব্যক্তি—ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল—দেশের অভ্যন্তরে সহিংসতার উদ্দেশ্যে সরঞ্জাম আনতে চেষ্টা করছিলেন এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
এদের বিরুদ্ধে দেশদ্রোহ ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে বিচারের পর বুধবার সকালে উত্তর-পশ্চিমাঞ্চলের শহর উরমিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
গোপন তথ্য ফাঁস নিয়ে ট্রাম্পের ক্ষোভ
সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের গোপন গোয়েন্দা তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাঁর নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, সিএনএন ও নিউইয়র্ক টাইমস ইরানের পারমাণবিক স্থাপনায় সফল হামলার গুরুত্ব খাটো করে দেখানোর চেষ্টা করছে।
ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে, যদিও ফাঁস হওয়া তথ্য বলছে, হামলায় তেমন ক্ষতি হয়নি। তিনি এই মিডিয়াগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভও তুলে ধরেন।
